ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১
শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪



ভোলায় ৫ কেজি গাঁজাসহ আটক ১

জেলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে আজ পাঁচ কেজি গাঁজাসহ রবি আলম (৪০) নামের এক বিক্রেতাকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। শনিবার দুপুরে ইলিশা ইউনিয়নের লক্ষীপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. গোলাম মোস্তফা বাসসকে জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লক্ষীপুর থেকে যাত্রীবাহী লঞ্চে করে ভোলায় আসা যাত্রী রবি আলমকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক রবি আলম কুমিল্লা থেকে এসব গাঁজা এনে লক্ষ্মীপুর হয়ে ভোলায় নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। রবি আলম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৯   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ