সচেতনবাংলাদেশ : একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, মোঃ আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর আওতাধীন প্রকল্পসমূহের কার্যক্রম এবং কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী-মৌমারী সড়কে প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া, ১৫তম হতে ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশসমূহের বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা’র অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের লক্ষ্যে কমিটির সদস্য মোঃ আবু জাহিরকে আহবায়ক এবং এনামুল হক ও মোঃ ছলিম উদ্দীন তরফদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় কমিটি গঠন করা হয় এবং কমিটি কর্তৃক আগামী সভায় একটি তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে প্রচলিত আইন ও বিধি শিথিলপূর্বক সিন্ডিকেট ভেঙ্গে অধিক সংখ্যক ঠিকাদারী প্রতিষ্ঠানকে টেন্ডারিং প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, যানজট নিরসন এবং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রনালয়কে সুপারিশ করে।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:১৬:২৬ ৬৭ বার পঠিত