নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১

প্রথম পাতা » চট্রগ্রাম » নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



নোয়াখালীতে পিস্তল, গুলি ও বিয়ারসহ আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ইউসুফ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৪৪ ক্যান রয়্যাল ডাচ্ ব্র্যান্ডের বিয়ার, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটককৃত ইউসুফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের সৈয়দ গাজী বেপারি বাড়ির সিদ্দিক উল্যার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদককারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফকে আটক করে, এসময় তার সহযোগী মাহমুদ হাসান সজিব (২৯) পালিয়ে যায়। পরে আটককৃত আসামির দেখানো জায়গা থেকে ১৪৪ ক্যান বিয়ার, একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:০০   ১৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ