পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বড় বিস্ফোরণ, নিহত ২৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বড় বিস্ফোরণ, নিহত ২৫
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪



পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বড় বিস্ফোরণ, নিহত ২৫

নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি। সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটল।

পিশিনের ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান জানিয়েছেন, পিশিনের নোকান্দি এলাকার এক প্রার্থীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিশিনের খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের রাজনৈতিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। কাকার বেলুচিস্তান নির্বাচনী এলাকার পিবি ৪৭ ও পিবি ৪৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।

বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে।

ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৪   ৩১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে হামলায় নিহত বেড়ে ৫



আর্কাইভ