ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ২৬ মে ২০২৩



ঝিকরগাছায় ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের ঝিকরগাছায় ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিকরগাছা থানার পুলিশ। আটককৃত আসামীরা হলেন, যশোর কোতয়ালী থানার তপস্বীডাঙ্গা গ্রামের হাসান আলীর ছেলে সবুজ হোসেন (২৩) ও শামছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৯)।

থানা তথ্য সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম) (পিপিএম) বার এর নির্দেশে মাদকমুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের উপর ভিত্তি করে থানার এস.আই (নিঃ) সুমন বিশ্বাস ও এএসআই (নিঃ) সহিদ হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে আসামীরা তাদের ব্যবহৃত একটি মটরসাইকেল যোগে উপজেলার ঝিকরগাছা মাগুরা ইউনিয়ন রাস্তা দিয়ে যশোরের দিকে যাওয়ার জয়রামপুর মোড়স্থ অমল চন্দ্র দত্তের দোকানের সামনে থেকে তাদেরকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয় কিন্তু তারা দ্রুত বেগে পালানোর চেষ্টা করে। মটরসাইকেলটি ব্যারিকেটের মাধ্যমে সঙ্গীয় ফোর্সের সহযোগিতা আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামী সবুজের নিকট জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তার পিঠে ঝোলানো ব্যাগে ১ কেজি গাঁজা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে থানায় (মামলা নং ২৮)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, দুইজন আসামীকে মাদকদ্রব্যসহ আটক করে আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল সকালে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:২৫:৩৮   ৫০ বার পঠিত  




খুলনা’র আরও খবর


জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ঘন কুয়াশা: ১৩ ডিগ্রির ঘরে চুয়াডাঙ্গার তাপমাত্রা
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে সারজিস বললেন, ‘আমরা কাউকে ছেড়ে কথা বলবো না’
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি রুপার গহনাসহ দুই যুবক আটক
ভোমরা স্থলবন্দর এলাকায় ৩ মে. টন রসুন উদ্ধার



আর্কাইভ