বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের শ্রদ্ধা
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পায়রা বন্ধর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি।

এরপর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন বন্ধর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

এ সময় সদস্য হারবার এন্ড মেরিন ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, প্রশাসন ও অর্থ মো. সোহরাব হোসেন, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মো. মাহমুদুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৯   ৬১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নাইট ক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে প্রায় ২০০
চলতি মাসেই ‘সাইবার সেফটি অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ করবে সরকার: ফয়েজ আহমদ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার
বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়



আর্কাইভ