রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, ‘আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না।

২ মার্চ রওশনপন্থিদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থি) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।

তিনি বলেন, যারা শাসন করে তারা সবসময় বিরোধী দলের ওপর প্রভাব বিস্তারেরচেষ্টা করে, আমাদের চেয়ারম্যান সেই প্রভাব থেকে বের হওয়ার কথা বলেছেন।

পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৭   ২৮ বার পঠিত