বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এবং কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
শুক্রবার (২৬ মে) সকালে এ প্রতীক বরাদ্দ দেন তিনি।
মেয়র প্রার্থীরা হলেন-
আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মুফতি ফয়জুল করিম।
জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
জাকের পার্টি থেকে গোলাপফুল প্রতীকে মিজানুর রহমান বাচ্চু।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন টেবিলঘড়ি, আসাদুজ্জামান আসাদ হরিণ ও আলী হোসেন হাতি প্রতীক পেয়েছেন।
৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে একই ওয়ার্ডে একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে তা সমাধান দেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৯ ৪৯ বার পঠিত