প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

প্রথম পাতা » ছবি গ্যালারি » প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন
শুক্রবার, ২৬ মে ২০২৩



প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমাকে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আমি আমার ভোটের হিসাব পেয়েছি।

শুক্রবার (২৬ মে) সকালে সিটি নির্বাচনে ফলাফল ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসী আমাকে ভোট দিয়েছে। তাদের কাছে আমি ঋণী। এই ঋণ পরিশোধ করব কাজ করে। আমার ছেলে (জাহাঙ্গীর আলম) আমার পাশে থাকবে। ছেলের যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো তাকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে শেষ করব।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি দরকার পড়ে আজমত উল্লা খানকে সঙ্গে নিয়ে সবার পরামর্শে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৫   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ