‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার
রবিবার, ২ এপ্রিল ২০২৩



‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

ঢাকা, ০২ এপ্রিল ২০২৩ :বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকাটি এগিয়ে যাবে। দৈনিক পত্রিকাটি জাতীয় সংসদের সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় পত্রিকাটির সম্পাদক মো: ইব্রাহীম খলিল স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি পত্রিকাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান এমপি, মাননীয় স্পীকারের একান্ত সচিব যুগ্মসচিব এম, এ, কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৫   ৭৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল



আর্কাইভ