নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪



নির্বাচনের আগে বলেছিলেন অভিনয় ছাড়বেন, এখন কোন সিদ্ধান্তে মাহি?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে ভোটে হেরে গিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন নায়িকা।

নির্বাচনে হেরে গিয়ে মাহি বলেন, ‘আমি নির্বাচনে জিতলে অনেক ব্যস্ত থাকতে হতো। এখন আর ততটা ব্যস্ততা নেই। তেমন কোনো কর্মসূচিও নেই। যেহেতু নির্বাচিত হইনি তাই অভিনয়ে ফিরতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি আগের মতো মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুদিনই যথেষ্ট বলে আমার মনে হয়। বাকি দিনগুলো অভিনয়ের কাজ নিয়ে থাকতে চাই।’

এরইমধ্যে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন এই নায়িকা। তবে এখনো কোনোটি চূড়ান্ত করেননি। সবকিছু ঠিকঠাক হলেই সবাইকে জানাবেন মাহি।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি নির্মাণও করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৫   ৪৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গাজায় নিহত আরও ৫২, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২ বিচারপতিকে সংবর্ধনা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
রাফিনিয়া নৈপুণ্যে লা লিগায় প্রত্যাবর্তনের গল্প লিখলো বার্সেলোনা
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ



আর্কাইভ