বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আজ বুধবার সচিবালয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সব প্রক্রিয়া প্রায় শেষ।
আরো ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টির আগ্রগতি দৃশ্যমান।’

তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় পর্যায়ে একটি কমিটি করে দেওয়া হবে, এ কমিটি নেপালের সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে।’

এ সময় নেপালের রাষ্ট্রদূত পুনরায় প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় নসরুল হামিদকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাথে নেপালের জ্বালানি সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’

বিদ্যুৎ ব্যবসা, সঞ্চালন লাইন ও নেপালে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘একসাথে কাজ করলে উভয় দেশ লাভবান হবে।
যৌথ বিনিয়োগের জন্য জয়েন্ট ভেঞ্চার চুক্তি করা যেতে পারে।’

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৭   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল
মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব: আদিলুর রহমান



আর্কাইভ