কুষ্টিয়ার চালের মোকামে খাদ্যমন্ত্রীর অভিযান

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ার চালের মোকামে খাদ্যমন্ত্রীর অভিযান
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



কুষ্টিয়ার চালের মোকামে খাদ্যমন্ত্রীর অভিযান

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখতে মন্ত্রী ও তার টিমের সদস্যরা আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে এই অভিযান শুরু করেন।

এ সময় অবৈধভাবে আটা মজুদ করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয় এবং অবৈধ ধান মজুদের অভিযোগে আরেকটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়েছে।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:৪১   ২৯ বার পঠিত  




খুলনা’র আরও খবর


বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক
চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : জামায়াতের আমির
আসাদুলের কাছে তিন বিদেশি পিস্তল পেলো ডিবি
একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে: আজহারী
তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা



আর্কাইভ