নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। দিনের আরেব ম্যাচে নিউক্যাসলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে ঘরের মাঠে এ্যাস্টন ভিলার অপরাজিত থাকার ধারা শেষ হয়েছে।
গাব্রিয়েল জেসুস ও বুকায়ো সাকার গোলে সিটি গ্রাউন্ডে আর্সেনালের জয় নিশ্চিত হয়। রোববার এমিরেটস স্টেডিয়ামে টেবিল টপার লিভারপুলকে আতিথ্য দেবার আগে এই জয়টা জরুরী ছিল আর্সেনালের জন্য । ডিসেম্বরের পর এটি আর্সেনালের প্রথম এ্যাওয়ে ম্যাচে জয়। লিভারপুলের থেকে এই মুহূর্তে মিকেল আর্তেতার দল দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
৬৫ মিনিটে জেসুসের গোলের আগ পর্যন্ত আর্সেনাল পজিশন দখলে হিমশিম খাচ্ছিল। সাবেক আর্সেনাল গোলরক্ষক মার্ক টার্নারকে পরাস্ত করতে শুরু থেকেই সমস্যায় পড়েছিল আর্তেতার শিষ্যরা। জেসুসের ক্রস থেকে মৌসুমের ১০ম গোল করে ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে সাকা।
আর্তেতা ম্যাচ শেষে বলেছেন, ‘এই দলের বিপক্ষে ঘরের মাঠে অনেক দলই কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে। আজকের এই পারফরমেন্সে আমি দারুন সন্তুষ্ট। বিশেষ করে ম্যাচে জয়ী হতে পারাই মূল স্বস্তির জায়গা।’
বদলী খেলোয়াড় টাইয়া আয়োনিয়ি ৮৯ মিনিটে ফরেস্টের হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু সেই গোল শেষ পর্যন্ত সান্তনার গোল হয়েই থেকেছে।
এই পরাজয়ে নটিংহ্যাম ফরেস্ট টেবিলের ১৬তম স্থানে নেমে গেছে। রেলিগেশন জোন থেকে তারা মাত্র দুই পয়েন্ট উপরে রয়েছে। প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভঙ্গের কারনে তাদের উপর পয়েন্ট কর্তনের শঙ্কা ঝুলছে।
গত বছর ফেব্রুয়ারির পর প্রথমবারের মত ঘরের মাঠে পরাজিত হয়ে আর্সেনালের সাথে সমান ৪৬ পয়েন্ট স্পর্শ করতে ব্যর্থ হয়েছে ভিলা। সিটির সাথে সমান ৪৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ভিলা চতুর্থ স্থানে রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর উনাই এমেরির দল ভিলা পার্কে ১৭ প্রিমিয়ার লিগের ম্যাচে ১৬টিতেই জয়ী হয়েছে। নিউক্যাসল সেন্টার-ব্যাক ফাভিয়ান শার কর্ণার থেকে প্রথমার্ধে জোড়া গোল করেন। ৩৬ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ার আর ম্যাচে ফিরতে পারেনি ভিলা।
অথচ ম্যাচ শুরুর আগে প্রিমিয়ার লিগে এ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বাজে রেকর্ডের তালিকায় নিউক্যাসল ছিল দ্বিতীয় স্থানে। ৫২ মিনিটে জ্যাকব মারফির শট থেকে এ্যালেক্স মোরেনো নিজের জালে বল জড়ালে ৩-০ গোলের লিড পায় নিউক্যাসল। সাথে ভিলা আত্মঘাতি গোলের লজ্জায় ডুবে। সেপ্টেম্বরের পর এটাই নিউক্যাসলের লিগে প্রথম জয়।
নিউক্যাসল বস এডি হাউ বলেছেন, ‘এটা আমার জন্য একটি মিশ্র অনুভূতি। কারন ভিলা বেশ ঐতিহ্যবাহী ক্লাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কখনো ভিলাকে ম্যাচ ছেড়ে দিতে দেখিনি। আমাদের বেশ কিছু খেলোয়াড় ইনজুরিতে রয়েছে, তারপরও নিজেদের সাধ্যমত খেলার চেষ্টা করেছি।’
৭১ মিনিটে ওলি ওয়াটকিন্স ভিলার হয়ে এক গোল পরিশোধ করেন। তবে তার দ্বিতীয় গোলটি অফসাইডের কারনে বাতিল হয়ে যায়।
ভিলার সামনে এখন একটাই লক্ষ্য, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা।
এই জয়ে নিউক্যাসল টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। ভিলার থেকে তারা এখনো ১১ পয়েন্ট দুরে রয়েছে।
ইংলিশ এ্যাটাকার এলিজা আদেবায়োর হ্যাট্রিকে ব্রাইটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে প্রিমিয়ার লিগে নতুন উন্নীত লুটন। ম্যাচ শুরুর মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে প্রথম গোল করেন আদেবায়ো। তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুন করেন চিডোজি ওগবেনে। বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন আদেবায়ো। ৫৬ মিনিটে হ্যাট্রিক পূরণ করে আদেবায়ো।
ফুলহ্যামের সাথে গোলশুন্য ড্র করে রেলিগেশন জোনে নেমে গেছে এভারটন। দুই গোলে পিছিয়ে থেকেও তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে ৩-২ গোল পরাজিত করে নিজেদের টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে ক্রিস্টাল প্যালেস।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৩ ৪৬ বার পঠিত