অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার মিশনে বুধবার (৩১ জানুয়ারি) নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস হেরে প্রথমে বোলিং করবে টাইগার যুবারা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সমীকরণে রয়েছে ম্যারপ্যাচ। নেপাল ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে গ্রুপপর্বেই ভারতের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি। ওই এক ম্যাচের জের টানতে হচ্ছে পুরো টুর্নামেন্টে। বাস্তবতা বলছে ইয়াং টাইগারদের বিশ্বকাপের সেমির স্বপ্ন খুবই ক্ষীণ।
কাগজে-কলমে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে সুযোগ আছে ঠিকই। সেজন্য প্রথমে টপকাতে হবে নেপাল বাধা। থাকবে রানরেট যতটা সম্ভব বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ:
আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌল্লা বরসন, মোঃ ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধা।
নেপালের একাদশ:
অর্জুন কুমাল, বিপিন রাওয়াল (উইকেটরক্ষক), আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রম কেসি, গুলসান ঝা, দীপক বোহারা, দীপেশ কান্দেল, সুভাষ ভান্ডারি, আকাশ চাঁদ, দুর্গেশ গুপ্তা
বাংলাদেশ সময়: ১৫:৪৩:১৪ ৫০ বার পঠিত