কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



কুমিল্লায় দু’টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা: ৮ লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে ফসলী মাঠে অনুমতি বিহীন ইটভাটা নির্মাণ করায় জেলার চান্দিনায় দুু’টি ভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভাটা দু’টিকে বন্ধ ঘোষণা করা হয়।
আজ বেলা ১১টায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব। এর মধ্যে চান্দিনার নাওতলা গ্রামে অবস্থিত হাজী ব্রিকস ও জিরুআইশ গ্রামে অবস্থিত মমতাজ বিক্স-২ কে ৪ লাখ টাকা করে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বোলডোজার দিয়ে কাঁচা ইট ধ্বংস ও ইট পোড়া অবস্থায় চুলায় পানি ঢেলে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বাসসকে বলেন, আবাসিক এলাকায় ও ফসলী মাঠে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা। আজ দু’টি ভাটা বন্ধ করেছি। এর আগেও একটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। চান্দিনায় যেসব অবৈধ ইটভাটা রয়েছে আমরা পর্যায়ক্রমে সবগুলো বন্ধ করে দেবো।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিদর্শক চন্দন কুমার, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম, চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ। এসময় চান্দিনা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতের সহযোগীতা করে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩৩   ৪৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ