সিরাজগঞ্জ বেলকুচিতে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিরাজগঞ্জ বেলকুচিতে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ
শুক্রবার, ২৬ মে ২০২৩



সিরাজগঞ্জ বেলকুচিতে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : কৃষি কাজে গড়বো দেশ উন্নয়ন হবে বাংলাদেশ” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী এলাকায় দরিদ্র অসহায় কৃষক মতিয়ার হোসেনের ৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে বাড়ীতে পৌঁছে দিল বেলকুচি উপজেলা ছাত্রলীগের সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এই ধান কাটার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কাজ করে ধান বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন ছাত্রলীগের সদস্যরা।
এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়ায় ধানের ফলন ভাল হয়েছে বলে জানা যায়।
কৃষক মতিয়ার হোসেন জানান, আমি একজন অসহায় দরিদ্র মানুষ, প্রত্যেক বছর টাকার অভাবে আমি কামলা দিয়ে সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারি না। এ কারণে ধানের অনেক ক্ষতি হয়।
এ বছর ছাত্রলীগের কর্মীরা সঠিক সময়ে ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আমার অনেক উপকার করেছে, এতে আমি ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবিষয়ে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সকল সদস্যদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেদের মধ্যে আনন্দ অনুভূতি হচ্ছে। অসহায় কৃষকের পাশে অতিতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ০:১২:৫০   ১৯০ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন



আর্কাইভ