প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের মত তৃতীয় ম্যাচেও দাপুটে পারফরম্যান্স উপহার দিল ব্রাজিল। টানা তৃতীয় ম্যাচ জিতে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিলো সেলেসাও যুবারা।
প্যারিস অলিম্পিকের কনমেবল অঞ্চলের বাছাইপর্বে সোমবার (২৯ জানুয়ারি) ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল। ৯ পয়েন্ট পাওয়া ব্রাজিল এখন সবারই ধরাছোঁয়ার বাইরে। ‘এ’ গ্রুপ থেকে সেরা হয়েই প্যারিস যাচ্ছে র্যামন মেনেজেসের শিষ্যরা।
অন্যদিকে ইকুয়েডরের জন্য এটাই ছিল শেষ ম্যাচ। অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। এমন ম্যাচে শুরুর দিকে অবশ্য কিছুটা নড়বড়েই ছিল ইকুয়েডরের তরুণরা। প্রথমার্ধে একপ্রকার খোলসেই বন্দি ছিল তারা। বিপরীতে এন্ড্রিক-মারলন গোমেসরা শুরু থেকেই ছিল ছন্দে। তবে প্রথমার্ধে কোন দলই পারেনি গোল করতে।
দ্বিতীয়ার্ধে অনেকটা ধারার বিপরীতে গিয়ে প্রথম গোল আদায় করে নেয় ইকুয়েডর। ক্লাভিয়ের মারকেডোর গোলে লিড পায় তারা। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট ঠেকাবার উপায় ছিল না ব্রাজিল গোলরক্ষকের। তবে লিড টিকেছে মাত্র ছয় মিনিট। এন্ড্রিকের পাস থেকে গোল করে দলে সমতা এনে দেন মারলন গোমেস। আর ১০ মিনিট পর জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল পিরানির।
৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৯। ৪ ম্যাচ থেকে ইকুয়েডরের পয়েন্ট ৭। তাদের আর ম্যাচ বাকি নেই। স্বাগতিক ভেনিজুয়েলা ৩ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। ব্রাজিল তাই পরের ম্যাচে হারলেও বিপদ নেই।
বাংলাদেশ সময়: ১২:১৭:০৯ ৪০ বার পঠিত