হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



হত্যা মামলায় পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেফতার

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেপার স্কু (৩৩)-কে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর অদূরে গাজীপুরের শিল্পনগরী টঙ্গী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
আসামি পেপার স্কু এর বিরুদ্ধে কলমাকান্দা থানায় ২০১১ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে আত্মগোপনে ছিল। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৪   ৯৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ