ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারি » ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪



ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে আজ সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন।

এ দিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে ফজলুল হক (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরাখলা এলাকার নার্সারি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৮   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ