জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারি » জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম
রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪



জি এম কাদের বিরোধীদলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে তিনি দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্পিকার কার্যপ্রণালী বিধির ক্ষমতা বলে এ স্বীকৃতি দেন।

আজ রবিবার সংসদ সচিবালয় থেকে জারি করা এসংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। জাতীয় পার্টি এ নির্বাচনে পেয়েছে ১১টি আসন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।
১১টি আসন পাওয়ার প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিরোধী দলে বসতে পারবে কি না, তা নিয়ে নানা আলোচনা ছিল। শেষ পর্যন্ত স্পিকার তাঁর ক্ষমতাবলে এ দলটির নেতাকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিলেন। ফলে জাতীয় পার্টিই দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৫   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, চুক্তি স্বাক্ষর
বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি: সিইসি
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযানে’র চট্টগ্রাম ত্যাগ



আর্কাইভ