শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার

প্রথম পাতা » চট্রগ্রাম » শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার
শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪



শাহ আমানত বিমানবন্দরে এনএসআইয়ের যৌথ অভিযানে ১৪ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে পাচারের সময় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের ব্যাগেজ কনভেয়ার বেল্ট এর উপরে পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে এতে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ পিস সোনার বার পাওয়া যায়।

প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম করে। পরে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার দিয়ে বারগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে এগুলো ২৪ ক্যারেট সোনার তৈরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বারগুলোর সম্মিলিত ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকা।

এ বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৮   ৪৬ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ