কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এ ধরনের উসকানিমূলক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
পাল্টাপাল্টি সামরিক মহড়া আর অস্ত্র পরীক্ষার জেরে সম্প্রতি নতুন করে আলোচনায় কোরীয় উপদ্বীপ। তবে দুই কোরিয়াই এমন পরিস্থিতির জন্য দায়ী করে একে অন্যকে।
বুধবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান এক বিবৃতিতে জানান, ‘ইয়েলো সাগরের’ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলেও জানান তিনি। আর পিয়ংইয়ংয়ের এসব উসকানিমূলক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন ও সিউল’এর গোয়েন্দারা।
এরইমধ্যে, বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পশ্চিম উপকূল থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, তারা পুলহাসাল-৩-৩১ নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে তারা কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলির নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলেনি এবং আঞ্চলিক পরিস্থিতির সাথে এর কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ সময়: ১১:৫২:৪৮ ৩৩ বার পঠিত