প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ওই সাক্ষাৎ হয়। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম জানান, সাক্ষাতে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র জায়েদা খাতুন।
এ সময় মেয়র জায়েদা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
গত বছরের ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতউল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। গত ১১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করে তিনি।
পরে ১১ অক্টোবর তিনি ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে উপদেষ্টা নিয়োগ দেন।
বাংলাদেশ সময়: ২২:৩৬:৩২ ২৯ বার পঠিত