ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২২ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এ আশ্বাস দেন।

মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৫   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ