নেত্রকোনার সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই পদ্ধতিতে দ্রুত ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররাও।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের আনাগোনা।
সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ সেলিমের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদে ইউনিয়নে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৩টি ভোটার এলাকা নিয়ে মোট ১০টি ভোট কেন্দ্রে ৪৫টি ভোটকক্ষে ১৬৯৮৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। তারমধ্যে পুরুষ ৮৪৮৬ ও নারী ভোটার ৮৪৯৭ জন।
বড়নন্দুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো তফাজ্জল হোসেন আকন্দ জানান, শান্তির্পূণভাবে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই।
উল্লেখ্য, গত ১৩ মার্চ সেলিম আজাদ মারা যাওয়ায় পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:০২:৫২ ৫০ বার পঠিত