ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



ফরিদপুরে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে চিকিৎসকের মৃত্যু

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ১১ তলার একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক ডা. ফিরোজা বেগম ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই তিনি ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মৃতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ভবনের মাঝে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৬   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ