নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন আমাদের জন্য কঠিন যুদ্ধ ছিল। এ যুদ্ধে হেরে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। আপনাদের পরিশ্রমের কারণে আমরা বিজয় লাভ করেছি। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ নাগিনা জোহা সড়কে এমপি শামীম ওসমানের নিদের্শক্রমে মহানগর স্বেচ্ছাসেবকলীগের ১০ ও ১১ নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট নূরুল হুদা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, মাহাল উদ্দিন মালু, এছহাক মিয়া, আলাউদ্দিন, সেলিম আহম্মেদ হেনা, কামাল হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
চন্দন শীল আরও বলেন, আওয়ামী লীগের লেবাসধারী যারা আছে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এই যুদ্ধে তাদের আমরা পাইনি। ওদের চক্রান্ত চলতেই থাকবে। ওদের কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এখানে অনেক স্মৃতি আছে। এই হাজীগঞ্জ আওয়ামী লীগের দূর্গ, মুক্তিযোদ্ধাদের দূর্গ। আমি তাদের সকলকে স্মরণ করছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে দানবীর খ্যাত সেলিম ওসমান এখানে পুনরায় নির্বাচিত হয়েছে। আপনাদের পরিশ্রম এটা। তাই আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেছেন, একটু আগে বিএনপির এক নেতা ফোন দিয়ে বলে- ভাই ভেবেছিলাম ক্ষমতায় আসবো। এজন্য আন্দোলন সংগ্রাম করেছি। শামীম ওসমানের কাছে ক্ষমা চাইয়ে দিন। আর কোনদিন রাজনীতি করবো না। উন্নয়নের পক্ষে থাকবো, আমাদের অর্থ নেই। কিন্তু যেখানেই যাই মানুষের ভালবাসা পাই। আজকে আমরা দলের জন্য কাজ করছি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আরমান হোসেন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুম্মান, খলিশ, রাজিব, আসলাম, আনাস, ইমরান, অপু, নুরুজ্জামান, নয়ন, সোহেল, রহমান ও বিকাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৯ ৪০ বার পঠিত