ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী আর নেই

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন।
শনিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকার একটি বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে ৮টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়েব আলী।
এই রাজনীতিবিদ ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:২৪   ৫৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, চুক্তি স্বাক্ষর
বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি: সিইসি
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযানে’র চট্টগ্রাম ত্যাগ



আর্কাইভ