বিপিএলের দ্বিতীয় দিনের সবচেয়ে বড় ম্যাচ ধরা হচ্ছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের এই ম্যাচকে। তারকায় ঠাসা দুই দলই এবারের বিপিএলের শিরোপা প্রত্যাশী। দর্শকদের জন্য তাই দারুণ একটা ম্যাচ অপেক্ষা করছে, বলাই যায়।
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
টুর্নামেন্টে দুই দলেরই এটা প্রথম ম্যাচ।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবি, আজমত উল্লাহ ওমরজাই ও সালমান ইরশাদ।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৩ ২৮ বার পঠিত