কেন হঠাৎ ব্যবসায় নামলেন শাকিব খান?

প্রথম পাতা » ছবি গ্যালারি » কেন হঠাৎ ব্যবসায় নামলেন শাকিব খান?
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



---

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নতুন বছরটাকে ব্যস্ততায় ঘিরে রেখেছেন কারণ দর্শকদের নতুন নতুন সিনেমা উপহার দেবেন বলে। তবে শাকিব খান সিনেমার পর্দা পেরিয়ে বাস্তবেও বেশ সচেতন। সচেতনতার জায়গায় দাঁড়িয়ে ব্যবসায় নাম লেখালেন এই নায়ক।

ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে যাত্রা শুরু করছে রিমার্ক ও হারল্যান। এর সাথে যুক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রতিষ্ঠানটির পরিচালক পদে থাকছেন তিনি। শনিবার (২০ জানুয়ারি) জমকালো আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

ঢালিউড কিংয়ের গত ঈদের আলোচিত ছবি ছিল ‘প্রিয়তমা’। এখনও এই সিনেমার জয়গান থামেনি। এবার দুই ঈদেই মুক্তি পাবে শাকিবের সিনেমা। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ যেমন দর্শক লুফে নিয়েছিল তেমনি ‘রাজকুমার’ও রয়েছে প্রত্যাশার শিখরে।

জানা গেছে, ‘রাজকুমার’-এর বাংলাদেশের অংশের শুটিং শেষ। মার্কিন নায়িকা বাংলাদেশের অংশের শুটিং শেষ করে আগেই পাড়ি জমিয়েছেন নিজের দেশে। এবার নায়ক যাবেন তার অংশের শুটিং করতে।

এরই মধ্যে আমেরিকায় শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন। তবে আমেরিকায় শুধু ‘রাজকুমার’ নয়, আরও দুটি বিজ্ঞাপনচিত্রেরও শুটিং করবেন শাকিব।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এ ছাড়াও রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলেই জানা গেছে।

এদিকে ‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমায় থাকছেন সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো একসাথে কাজ করবেন রাফী ও শাকিব।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫৩   ৪৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক



আর্কাইভ