ভালো করে ঘুমানোর সুযোগ আর পেলাম না: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভালো করে ঘুমানোর সুযোগ আর পেলাম না: তথ্য প্রতিমন্ত্রী
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



ভালো করে ঘুমানোর সুযোগ আর পেলাম না: তথ্য প্রতিমন্ত্রী

ব্যস্ত সময় পার করছেন জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মোহাম্মদ এ আরাফাত।

কাজের বিষয়ে দেশে-বিদেশে অনেকের সঙ্গে যোগাযোগ করছেন জানিয়ে তিনি লিখেন, ‘শুক্রবার (২০ জানুয়ারি) ছিল ছুটির দিন। কিন্তু ছুটি পাইনি। সারাদিন কাজ করেছি। দেশে- বিদেশে অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। কাজের বিষয় নিয়ে আলাপ করেছি।’

‘আমার অনেকগুলো স্বাধীন দল আছে, তাদেরকেও বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছি। এগুলো সমন্বয় করাও সময় সাপেক্ষ। আরও অনেক কাজ করতে হবে। আর ফোন তো কথাই নেই। প্রতি মিনিটে অচেনা নম্বর থেকে গড়ে ৫টি করে কল আসছে’, উল্লেখ করেন মোহাম্মদ এ আরাফাত।

কিছু কিছু ক্ষেত্রে পেশাদার ও স্বচ্ছ কাঠামো তৈরি করতে হবে উল্লেখ করে সেগুলো নিয়েও ভেবেছেন বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

তিনি আরও লিখেন, ‘গত ১৭ জুন থেকে গড়ে ৪ ঘণ্টার বেশি ঘুমাতে পারিনি। একটি নির্বাচন শেষ করতে না করতে আরেকটি নির্বাচন এসে যায়। ভেবেছিলাম সব শেষ হলে কদিন একটু ঘুমাবো। কিন্তু আর সুযোগ পেলাম না।’

মোহাম্মদ এ আরাফত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাংক হিসেবে কাজ করছেন। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৪   ৫৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনা ভালো কিছু বয়ে আনবে: পার্থ



আর্কাইভ