বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছে বসুন্ধরা কিংস। শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেল অস্কার ব্রুজনের দল। ম্যাচে জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা। এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) দিনের আরেক ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস ও রহমতগঞ্জ।
প্রিমিয়ার লিগে সময়টা দারুণ কাটাচ্ছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে শুরুতে কিছুটা অগোছালো ছিলো কিংস। শেখ জামালের বিপক্ষে শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে বসুন্ধরার।
ম্যাচের প্রথমার্ধে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি কোনো দল। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা দলটাই শীর্ষস্থানে থাকা কিংসকে আটকে রেখেছিল পুরো প্রথমার্ধ। পরে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস। তবুও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় কিংসকে। ম্যাচের ৭৯ মিনিটে ডি-বক্সের ডান প্রান্ত থেকে রাকিবের পাস করা বল দারুণ হেডে জালে পাঠান দরিয়েলতন গোমেজ। শেষে যোগ করা সময়ে শেখ জামালের রক্ষণভাগের চোখকে ফাঁকি দিয়ে আরও এক গোল করেন দরিয়েলতন। ম্যাচে জোড়া গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের শেষ মিনিটে ফ্রি কিকে কিংসের হয়ে আরও এক গোল করে ব্যাবধান বাড়ান অধিনায়ক রবসন রবিনিও। ৩-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে অস্কার ব্রুজনের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা কিংস।
দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামে রহমতগঞ্জ। টানা তিন ম্যাচে ড্র করার পর এদিন ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে রহমতগঞ্জ। তবে প্রতিপক্ষকে এদিন ম্যাচে কোনো সুযোগ দেয়নি ফর্টিস। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করেনি ফর্টিস। ম্যাচের ২২ মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন জাসুর জুমায়েভ। তার ঠিক ৯ মিনিট পরই রহমতগঞ্জকে সমতায় ফেরান দাওদা সিসে। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধেও স্কোরবোর্ডে তেমন কোনো পরিবর্তন আসেনি কোনো দলরই। ম্যাচের ৭২ মিনিটে রহমতঞ্জের হয়ে এক গোল করেন আর্নেস্ট বোয়েটেং। পরে ফর্টিসের হয়ে আরও এক গোল করেন বাবোউ। শেষে আর কোনো গোল না হলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে রহমতগঞ্জ।
বাংলাদেশ সময়: ১১:৪২:৫২ ৩৪ বার পঠিত