পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » চট্রগ্রাম » পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে। পরিকল্পিত নগরায়ণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম মোকতাদির চৌধুরী গ্রামের বিভিন্ন পথ ঘুরে দেখেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্রামগুলোতে যেন অপরিকল্পিত ঘরবাড়ি না হয় সেটাও দেখতে হবে। কিভাবে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে।
মন্ত্রী বলেন, গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রচুর আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে।
এই সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৫   ৪৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ