বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা

প্রথম পাতা » খেলা » বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



বিপিএল: উদ্বোধনী ম্যাচে টস জিতল ঢাকা

পর্দা উঠল বিপিএলের দশম আসরের। শুক্রবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। অপরদিকে কুমিল্লা থেকে বেশ পিছিয়ে ঢাকা। তবুও তাসকিন-মোসাদ্দেকের দিকে নজর থাকবে সকলের।

এদিকে অধিনায়কত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় কুমিল্লার অধিনায়ক লিটন দাসের। মুস্তাফিজ, ইমরুল ছাড়াও দলে রয়েছেন বেশকিছু বিদেশি ক্রিকেটার। পরীক্ষিত পারফর্মারদের নিয়েই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান লিটন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।

দুর্দান্ত ঢাকা:
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৫০   ৩৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ