ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যখানে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ ভূমিকম্প হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।
বাংলাদেশ সময়: ১২:৩৪:০৮ ৪৪ বার পঠিত