সরকারের ভিশন-২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জনে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে, এক্ষেত্রে দেশের অর্থনীতিতে সংস্কার চেয়েছে তারা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনো যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চান।
মন্ত্রী বলেন, তারা সংস্কার চাচ্ছে। সংস্কার তো অবশ্যই দরকার। তারা বলেছে, তারা বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।
তবে কোন কোন জায়গায় সংস্কার দরকার তা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। বলেছেন, দেখি আমরা, কাজ শুরু করি। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক রয়েছে। তারা সেটা অব্যাহত রাখবে।
এর আগে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহায়তা করা হবে।
বাংলাদেশের জন্য এখন অর্থায়ন দরকার উল্লেখ করে বিশ্বব্যাংকের এ কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থ সহায়তা যেমন দরকার, তেমনই সংস্কারও করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৯ ৩২ বার পঠিত