চলমান শৈত্যপ্রাহে শরীয়তপুরের চরাঞ্চলসহ তৃণমূল পর্যায়ের দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল ও দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৬ হাজার ১৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বাসস’কে জানান, জেলার দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল ও দুূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৩৬ হাজার ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগনের সমন্বয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। আরও ৫ হাজার কম্বল বিতরণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তুলনামূলক দুস্থরা যাতে কম্বল পান সে বিষয়ে সকলকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। শীতে কর্মহীন হয়ে পরাদের জন্য ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হওয়ায় ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও ২০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠিয়েছি।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৭ ২৫ বার পঠিত