বেলকুচিতে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বেলকুচিতে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগ
বুধবার, ২৪ মে ২০২৩



বেলকুচিতে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগবেলকুচিতে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রলীগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার দরিদ্র অসহায়
আব্দুল খালেকের ব্রি ধান ২৯ এক বিঘা ক্ষেতের ধান কেটে দিয়েছেন বেলকুচি পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে পৌর ছাত্র লীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎসর নেতৃত্বে এই ধান কাটার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কাজ করে ধান বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেন ছাত্রলীগের সদস্যরা।

এবারে আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড় ও রোগবালাই দেখা না দেওয়ায় কৃষক আব্দুল খালেক চাষাবাদ করা ধান ক্ষেত বেশ ভালো হয়েছে। ফলন আশানুরূপ মিলবে বলে বুক বেঁধেছেন ওই কৃষক।
ইতিমধ্যে আবাদকৃত ধান কাটার উপযোগী হয়ে পড়ে। কিন্তু তিনি আর্থিক শ্রমিক সংকটে ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ অবস্থায় বেলকুচি পৌর ছাত্র লীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎসর নেতৃত্বে এলাকার লোকের মারফত বিষয়টি অবগত হয়ে ২০-২৫ জন নেতাকর্মী কৃষক আব্দুল খালেকের জমিতে গিয়ে পাকা ব্রি-ধান ২৯ কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ সময় কৃষক আব্দুল খালেক ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ, সাধারণ সম্পাদক সৌরভ আহাম্মেদ উৎস বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সকল সদস্যদের নিয়ে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেদের মধ্যে আনন্দ অনুভূতি হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৪   ৭৪ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ



আর্কাইভ