বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, এমপির অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করিম।
বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে জন্য সাক্ষাৎ করেন। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ। বিটিএমএ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ২৩:৪৩:১৩ ৩১ বার পঠিত