তিন মাসে গাজায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » তিন মাসে গাজায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



তিন মাসে গাজায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা ‍শুরু করে ইসরাইল। তিন মাস পেরিয়ে গেলেও থামেনি এ হামলা; বরং নতুন বছরে আরও বেড়ে গেছে এর তীব্রতা। সবশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে আরও ১৩২ জনকে হত্যা করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচার হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় সাড়ে ১০ হাজারই শিশু।

এ তথ্য সোমবার (১৫ জানুয়ারি) দেয়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, রোববার (১৪ জানুয়ারি) গাজায় ইসরাইলি হামলার ১০০ দিন পূর্ণ হয়। এদিন রাতে দুটি হাসপাতাল, একটি স্কুল এবং বেশ কটি বাড়িতে হামলা চালানো হয় বলে গাজার তথ্য কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যুদ্ধ শুরুর পর থেকেই গাজার হাসপাতালগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে ইসরাইল। এতে সেখানকার বেশির ভাগ হাসপাতালে বন্ধ হয়ে গেছে চিকিৎসাসেবাদান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১৩২ জন নিহত এবং ২৫২ জন হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘হতাহত ব্যক্তিদের কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে। অব্যাহত হামলার কারণে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

গেলো তিন মাসে গাজায় ইসরাইলি হামলায় আহত হয়েছেন ৬০ হাজার ৮৩৪ ফিলিস্তিনি, আর নিখোঁজ রয়েছেন ৮ হাজারের বেশি। এছাড়াও চলমান সংঘাতে উপত্যকাটির ৮৫ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৬   ২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ