চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটক

চাঁদপুরে দুটি গরুসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস এলাকা থেকে এই চোরচক্রের প্রধান রাসেলকে আটক করা হয়। এর আগে তার আরও দুই সহযোগীকে আটক করে পুলিশ। এ সময় চুরি যাওয়া দুটি গরুও উদ্ধার করা হয়।

আটকরা হলেন: বরিশালের বাবুগঞ্জের রাসেল হোসেন (৩২), চাঁদপুর সদরের হোমিও লিটন (৩০), হাজীগঞ্জের আব্দুল কাদিরের (৪০)।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গত ৩ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকা থেকে এক কৃষকের দুটি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কয়েকটি সূত্র ধরে অভিযান শুরু করে। পরে গরু চোর চক্রের সন্ধান পায় পুলিশ। এবং তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, এদের মধ্যে তিনজনই আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য। তারা চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থান থেকে গরু চুরি করে অন্যত্র নিয়ে বিক্রি করতো।

বাংলাদেশ সময়: ১১:১৮:১২   ৩১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন



আর্কাইভ