ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ
শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪



ভোলার দুর্গম চরাঞ্চলে ডুফা ক্লাবের কম্বল বিতরণ

জেলার উপজেলা সদরের দুর্গম মাঝের চর এলাকায় আজ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স ক্লাব (ডুফা ক্লাব) এর আয়োজনে ৫০০ মানুষের মধ্যে এসব কম্বল তুলে দেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিবের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, ডুফা ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক মো. নাহিদ হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুস।
এ সময় প্রধান অতিথি চরের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য, তাই আমরা মানবিক কারণেই আজকের এই কম্বল বিতরণ করছি। আপনারা ভাববেন না, আপনাদের পাশে সরকার আছে।কেউ পিছিয়ে থাকবে না। ছেলে-মেয়েদের লেখাপড়া করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এছাড়াও তিনি চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২১   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ