শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবুধবার (১০ জানুয়ারী) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারন সম্পাদক আয়নাল হোসেন সেখসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, টানা ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসতে যাচ্ছেন। এতে দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:২৮   ৬৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
নির্বাচন, সংস্কার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: মির্জা ফখরুল
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ



আর্কাইভ