নির্বাচন বর্জনকারীদের সঙ্গে মিলে কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।
চুন্নু বলেন, সংসদে বিরোধী দল কে হবে, সেটা স্পিকার নির্ধারণ করবেন। আমরা কোনো শরিক না, জোট মহাজোট না। তবে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে।
আওয়ামী লীগ নিজের স্বার্থে ২৬টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, নির্বাচন বর্জনকারীদের হয়ে দলের কেউ কেউ আমাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবো।
পরাজিত জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলে ফান্ড নাই। তাই ফান্ড দিতে পারিনি। কিন্তু কোনো প্রার্থীকে ফান্ড দেওয়ার আশ্বাসও দেই নাই।
বাংলাদেশ সময়: ১৫:৪০:০১ ৩৪ বার পঠিত