জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ।
এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা অংশগ্রহন করেন।
বাংলাদেশ সময়: ১৮:১৪:৩২ ৩৮ বার পঠিত