শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা

প্রথম পাতা » খেলা » শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা
বুধবার, ২৪ মে ২০২৩



শিরোপা জিতে দুই ম্যাচেই হারল বার্সেলোনা

এস্পানিওলের বিপক্ষে জিতে লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পর তারা হারল টানা দুই ম্যাচে। মঙ্গলবার (২৩ মে) সবশেষ ভায়াদোলিদের বিপক্ষে হার বরণ করেছে দলটি।

ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনার হার ৩-১ গোলে। ব্লুগরানাদের হয়ে একমাত্র গোলটি করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। ভায়াদোলিদের দুটি গোল দিয়েছেন সাইল লারিন ও গঞ্জালো প্লাটা। অন্য গোলটি আত্মঘাতী।

ভায়াদোলিদের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। আত্মঘাতী গোল করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। এ সময় ম্যাসিচ পাস দেন ডি বক্সের মাঝ বরাবর। বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বার্সা ডিফেন্ডার।

২২ মিনিটে বার্সার ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন ভায়াদোলিদের গঞ্জালো প্লাটা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন লারিন। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। ৭৩ মিনিটে তৃতীয় গোলটি করে ভায়াদোলিদ। লারিনের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান গঞ্জালো।

বার্সেলোনা একমাত্র গোলটি করে ম্যাচের ৮৪ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোভস্কি। টানা দুই ম্যাচে হারা বার্সেলোনা ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে। ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে ভায়াদোলিদ।

বাংলাদেশ সময়: ১২:০৩:০৫   ৮৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ



আর্কাইভ