নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে এক লাখ ১২ হাজার ৮০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
রোববার (৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
কায়সারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮১১টি ভোট। খোকা এই আসনের ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়লাভ করেন৷ ২০০৮ সালের নির্বাচনে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ৷
বাংলাদেশ সময়: ৯:৪৮:২০ ৩৭ বার পঠিত