ভালো পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
রোববার (৭ জানুয়ারি) সকালে ভোটের পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নাছিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই উৎসাহ ব্যঞ্জন। ভোটাররা কেন্দ্রে আসছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নতুন ভোটাররা সবচেয়ে বেশি। পাশাপাশি নারী এবং বৃদ্ধরাও আসছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে দাবি করে নৌকার এ প্রার্থী বলেন, এখানে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো অভিযোগও নাই। আশা করছি শেষ পর্যন্ত এই পরিবেশ থাকবে।
ঢাকা-৮ আসনের ১১০টি কেন্দ্র। মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন ও নারী ১ লাখ ১৮ হাজার ৭১১ জন ভোটার রয়েছেন।
এ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও লাঙ্গলের প্রার্থী মো. জুবের আলম খানসহ ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৭ ৩৬ বার পঠিত #নির্বাচন ২০২৪