চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

প্রথম পাতা » চট্রগ্রাম » চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কে বা কারা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে ঘটনার সময় ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র ছিল এটি।

বাংলাদেশ সময়: ২২:৩০:১৯   ৪৮ বার পঠিত   #




চট্রগ্রাম’র আরও খবর


মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযানে’র চট্টগ্রাম ত্যাগ
চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা
উখিয়ায় দুপক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩
চাঁদপুরে ৩২ কেজি গাঁজাসহ যুবক আটক



আর্কাইভ